- Get link
- X
- Other Apps
Posts
অতোন্দ্রিলা
- Get link
- X
- Other Apps
প্রিয় অতোন্দ্রিলা, এই জীবনে আর কথা হবে না। 😞 😞 অব্যক্ত থেকে যাবে আমাদের সহস্র বছরের অজানা কথা। অস্পষ্ট থেকে যাবে শীতের কুয়াশার মত আমাদের পাহাড় চূড়ার শৈলপিত আলপনা। 😥 দেহ থেকে দেহের ঘাম মুছে যাবে, হ্রদয়ের গ্রন্থিতে জমা হবে জীর্নতা, মুছে যাবে পৃথীবি থেকে পৃথীবির মানচিত্র। 😥 মেঘের ব্যস্ততায় ফুরাবে দিন -ফুরবে রাত। আমাদের চোখ থেকে জরে যাবে আলো আহারে পাওয়া -না পাওয়া। 😥 😥 আমাদের হ্রদয় ডুবে যাবে মহাকালের আবর্তনে। 😭 আবার যদি আসি, একসাথে আসবো, আবার যদি আসি একসাথে ভাসবো, আবার যদি পৃথীবি কোন হাতছানি দিয়ে ডাকে, আবার যদি ভুলে যেতে পারি হাজার বছরের বিরহ..তখন কথা হবে, তখন দেখা হবে। 😭 😭 😭 শুনো, এই জীবে আর কথা হবে না। অব্যক্ত থেকে যাবে আমাদের সহস্র বছরের অজানা কথা। এইটাই আমার শেষ লিখা। 😭 😭 😭 ইতি, আসী
- Get link
- X
- Other Apps
অতোন্দ্রিলা তুমি বল ছেলেখেলা আমি বলি আরাধনা তুমি বৈশাখী কালো মেঘ আমি বৃষ্টির প্রার্থনা । আমি মেঘ ডাকি চাতকের সাথে তুমি দিন আনো রোদের খরাতে এলো মেলো সন্ধ্যায় ভেসে যায় অসাধ্য সাধনা ৷ তুমি এ পথে আসবে বলে তোমাকে দেখবো বলে সোহাগী রোদ্দুর বেধে রাখি পথে মাধবীর ছায়াতলে ৷ তোমার মনের অলিতে গলিতে আমি পথ খুজে ফিরি চলিতে চলিতে জানি আমার সকল পথের শেষে শুধু তোমার ঠিকানা ........................................................... কথা ছিল ঊষা একটি অমর কবিতা শোনাবে সে কবিতাটি আজো তার শোনানো হয় নি । কথা ছিল আমাকে সে একদিন দেবদাস বানাবে পার্বতী হবার জন্য আজো তার সময় হয় নি । কথা ছিল সার্টের ছেঁড়া বোতামটা লাগিয়ে দেবে সুঁই- সুতা তার আজো যোগাড় হয় নি । কথা ছিল ঊষার জন্য একটি অমর কবিতা লেখবো সে কবিতাটি আজো আমার লেখা হয়ে ওঠে নি । বলেছিলাম মেলা থেকে ঝিনুকের মালা কিনে দেবো ট্রাফিক জ্যামে পড়ে আজো মেলায় পৌছাতে পারি নি । কথা ছিল হঠাত্ একদিন সড়ক দুর্ঘটনায় পড়বো আমার দেহ রক্তে আধ - ডোবা হয়ে পড়ে থাকবে সুঠাম দু'বাহু প্রশস্ত বুকে ভাঁজ করে কৌতুহলী জনতা বানর খেলার...