অতোন্দ্রিলা

প্রিয় অতোন্দ্রিলা,
এই জীবনে আর কথা হবে না।😞😞 অব্যক্ত থেকে যাবে আমাদের সহস্র বছরের অজানা কথা। অস্পষ্ট থেকে যাবে শীতের কুয়াশার মত আমাদের পাহাড় চূড়ার শৈলপিত আলপনা। 😥দেহ থেকে দেহের ঘাম মুছে যাবে, হ্রদয়ের গ্রন্থিতে জমা হবে জীর্নতা, মুছে যাবে পৃথীবি থেকে পৃথীবির মানচিত্র। 😥মেঘের ব্যস্ততায় ফুরাবে দিন -ফুরবে রাত। আমাদের চোখ থেকে জরে যাবে আলো আহারে পাওয়া -না পাওয়া। 😥😥আমাদের হ্রদয় ডুবে যাবে মহাকালের আবর্তনে।😭 আবার যদি আসি, একসাথে আসবো, আবার যদি আসি একসাথে ভাসবো, আবার যদি পৃথীবি কোন হাতছানি দিয়ে ডাকে, আবার যদি ভুলে যেতে পারি হাজার বছরের বিরহ..তখন কথা হবে, তখন দেখা হবে।😭😭😭
শুনো, এই জীবে আর কথা হবে না। অব্যক্ত থেকে যাবে আমাদের সহস্র বছরের অজানা কথা। এইটাই আমার শেষ লিখা।😭😭😭
ইতি, আসী

Comments

Popular posts from this blog

অতোন্দ্রিলা