অতোন্দ্রিলা



তুমি
বল ছেলেখেলা আমি বলি আরাধনা তুমি বৈশাখী কালো মেঘ আমি বৃষ্টির প্রার্থনা । আমি মেঘ ডাকি চাতকের সাথে তুমি দিন আনো রোদের খরাতে এলো মেলো সন্ধ্যায় ভেসে যায় অসাধ্য সাধনা ৷ তুমি এ পথে আসবে বলে তোমাকে দেখবো বলে সোহাগী রোদ্দুর বেধে রাখি পথে মাধবীর ছায়াতলে ৷ তোমার মনের অলিতে গলিতে
আমি পথ খুজে ফিরি চলিতে চলিতে জানি আমার সকল পথের শেষে শুধু তোমার ঠিকানা

...........................................................

কথা ছিল ঊষা একটি অমর
কবিতা শোনাবে
সে কবিতাটি আজো তার শোনানো হয়
নি ।
কথা ছিল আমাকে সে একদিন দেবদাস
বানাবে
পার্বতী হবার জন্য আজো তার সময় হয়
নি ।
কথা ছিল সার্টের
ছেঁড়া বোতামটা লাগিয়ে দেবে সুঁই-
সুতা তার আজো যোগাড় হয় নি ।
কথা
ছিল ঊষার জন্য একটি অমর কবিতা লেখবো
সে কবিতাটি আজো আমার
লেখা হয়ে ওঠে নি ।
বলেছিলাম মেলা থেকে ঝিনুকের
মালা কিনে দেবো
ট্রাফিক জ্যামে পড়ে আজো মেলায়
পৌছাতে পারি নি ।
কথা ছিল হঠাত্ একদিন সড়ক দুর্ঘটনায়
পড়বো
আমার দেহ রক্তে আধ -
ডোবা হয়ে পড়ে থাকবে
সুঠাম দু'বাহু প্রশস্ত বুকে ভাঁজ
করে কৌতুহলী জনতা
বানর খেলার মত আমার চারপাশ
ঘিরে দাড়িয় রবে
ভিড় ঠেলে এগিয়ে যাবে উদভ্রান্ত
ঊষা ;
রক্তমাখা অচেতন দেহ
কোলে টেনে নিয়ে ঢেকে দেবে নত
শিরে আমার বিকৃত মুখ দীঘল
কালো চুলে ।
আজো আমার সে দুর্ঘটনায় পড়া হয়
নি আমরা দু'জন কেউ
কারো কথা রাখতে পারি নি 

Comments

Popular posts from this blog

অতোন্দ্রিলা

অতোন্দ্রিলা