Posts

Showing posts from December, 2017
Image
Image
great achived from UNDP, UNV, YOTHOPIA.BANGLA

অতোন্দ্রিলা

Image
প্রিয় অতোন্দ্রিলা, এই জীবনে আর কথা হবে না। 😞 😞  অব্যক্ত থেকে যাবে আমাদের সহস্র বছরের অজানা কথা। অস্পষ্ট থেকে যাবে শীতের কুয়াশার মত আমাদের পাহাড় চূড়ার শৈলপিত আলপনা।  😥 দেহ থেকে দেহের ঘাম মুছে যাবে, হ্রদয়ের গ্রন্থিতে জমা হবে জীর্নতা, মুছে যাবে পৃথীবি থেকে পৃথীবির মানচিত্র।  😥 মেঘের ব্যস্ততায় ফুরাবে দিন -ফুরবে রাত। আমাদের চোখ থেকে জরে যাবে আলো আহারে পাওয়া -না পাওয়া।  😥 😥 আমাদের হ্রদয় ডুবে যাবে মহাকালের আবর্তনে। 😭  আবার যদি আসি, একসাথে আসবো, আবার যদি আসি একসাথে ভাসবো, আবার যদি পৃথীবি কোন হাতছানি দিয়ে ডাকে, আবার যদি ভুলে যেতে পারি হাজার বছরের বিরহ..তখন কথা হবে, তখন দেখা হবে। 😭 😭 😭 শুনো, এই জীবে আর কথা হবে না। অব্যক্ত থেকে যাবে আমাদের সহস্র বছরের অজানা কথা। এইটাই আমার শেষ লিখা। 😭 😭 😭 ইতি, আসী

অতোন্দ্রিলা

"অতোন্দ্রিলা'',                     তারা ভরা রাত জেগে যদি তোমায় তারাদের ভালোবাসার গল্প শোনাই? চুলের খোপা খুলে কাজল কালো চোখের ইশারায় বলবে তো ভালোবাসো আমায়?
Image
অতোন্দ্রিলা তুমি বল ছেলেখেলা আমি বলি আরাধনা তুমি বৈশাখী কালো মেঘ আমি বৃষ্টির প্রার্থনা । আমি মেঘ ডাকি চাতকের সাথে তুমি দিন আনো রোদের খরাতে এলো মেলো সন্ধ্যায় ভেসে যায় অসাধ্য সাধনা ৷ তুমি এ পথে আসবে বলে তোমাকে দেখবো বলে সোহাগী রোদ্দুর বেধে রাখি পথে মাধবীর ছায়াতলে ৷ তোমার মনের অলিতে গলিতে আমি পথ খুজে ফিরি চলিতে চলিতে জানি আমার সকল পথের শেষে শুধু তোমার ঠিকানা ........................................................... কথা ছিল ঊষা একটি অমর কবিতা শোনাবে সে কবিতাটি আজো তার শোনানো হয় নি । কথা ছিল আমাকে সে একদিন দেবদাস বানাবে পার্বতী হবার জন্য আজো তার সময় হয় নি । কথা ছিল সার্টের ছেঁড়া বোতামটা লাগিয়ে দেবে সুঁই- সুতা তার আজো যোগাড় হয় নি । কথা ছিল ঊষার জন্য একটি অমর কবিতা লেখবো সে কবিতাটি আজো আমার লেখা হয়ে ওঠে নি । বলেছিলাম মেলা থেকে ঝিনুকের মালা কিনে দেবো ট্রাফিক জ্যামে পড়ে আজো মেলায় পৌছাতে পারি নি । কথা ছিল হঠাত্ একদিন সড়ক দুর্ঘটনায় পড়বো আমার দেহ রক্তে আধ - ডোবা হয়ে পড়ে থাকবে সুঠাম দু'বাহু প্রশস্ত বুকে ভাঁজ করে কৌতুহলী জনতা বানর খেলার...
Image
বেশি অ্যাটাচমেন্টের প্রয়োজন কি? আজ হোক বা কাল - প্রত্যেকটা সর্ম্পকেই ফাটল ধরে। প্রকৃতির বিধানই এমন। তারপর?শুধুই শূন্যতা।কি দরকার এসবের...?তারপরও আমরা চেষ্টা করি....যা পাবার নয়, তার পেছনেই বেশ